নোটিশ
ক্লাস রুটিন ২০২৬ ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৫ খসড়া ভোটার তালিকা এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, টাইফয়েড টিকার রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান তাই শিক্ষার্থীদের https://vaxepi.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিষ্ট্রেশন করে টাইফয়েড টিকা কার্ড এর প্রিন্টকপি স্ব স্ব শ্রেণি শিক্ষকের নিকট আগামী ১১/০৯/২০২৫ খ্রি. এর মধ্যে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হল। ৬ষ্ঠ শ্রেণির রেজিষ্ট্রেশন কাজ চলমান। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি, ১ কপি রঙিন ছবি, অনলাইন জন্মনিবন্ধন (ইংরেজি) এর ফটোকপি, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ৫ম শ্রেণির সনদের ফটোকপিসহ নিজ নিজ শ্রেণি শিক্ষকের সাথে আগামী ২১ আগষ্ট ২০২৫ খ্রি. এর মধ্যে যোগাযোগ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ৪ আগষ্ট ২০২৫ খ্রি. রোজ সোমবার ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ফলাফল প্রকাশ করা হবে।
ছুটির তালিকা

[pdfjs-viewer url=”https://cmmhs.edu.bd/wp-content/uploads/2023/08/১৮৮-সম.২০০২.১৪৭০.pdf” attachment_id=”505″ viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]